নুরের দরিয়ায় সিনান করিয়া কে এল মক্কায় আমিনার কোলে
ফাগুন পুর্ণিমা নিশীথে যেমন আসমানের কোলে রাঙা চাঁদ দোলে।।
ফাগুন পুর্ণিমা নিশীথে যেমন আসমানের কোলে রাঙা চাঁদ দোলে।।
কে এলো কেএলো গাহে কোয়েলিয়া
পাপিয়া বুলবুল উঠিল মাতিয়া
গ্রহতারা ঝুকে করিছে কুর্ণিশ হুরপরী হেসে পড়িছে ঢলে।।
পাপিয়া বুলবুল উঠিল মাতিয়া
গ্রহতারা ঝুকে করিছে কুর্ণিশ হুরপরী হেসে পড়িছে ঢলে।।
জিন্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে
ফেরেশতা আম্বিয়া এসেছে ধেয়ে,
তাহরীমা বেধে ঘোরে দরুদ গেয়ে
দুনিয়া টলমল খোদার আরশ টলে।
ফেরেশতা আম্বিয়া এসেছে ধেয়ে,
তাহরীমা বেধে ঘোরে দরুদ গেয়ে
দুনিয়া টলমল খোদার আরশ টলে।
এলোরে চির চাওয়া এল আখেরি নবী
সৈয়দে মক্কী মাদানী আল আরবী
নাজেল হয়ে সেযে ইয়াকুত রাঙা ঠোটে
শাহাদাতের বানী আধো আধো বোলে।।
সৈয়দে মক্কী মাদানী আল আরবী
নাজেল হয়ে সেযে ইয়াকুত রাঙা ঠোটে
শাহাদাতের বানী আধো আধো বোলে।।
No comments:
Post a Comment