যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রনাম
তব দেবতার নাম নিয়ে ভুলিয়া বারেক প্রিয় নিও মোর নাম।।
একদা এমনি এক গোধূলী বেলায়
যেতেছিলে মন্দিরে পথে একলা
জানিনা কাহার ভুল তোমার পুজার ফুল আমি লইলাম
সেই দেউলের পথ সেই ফুলের সপথ প্রিয় তুমি ভুলিলে
হায় আমি ভুলিলাম।।
পথের দুধারে সেই কুসুম ফোটে হায় এরা ভোলেনি
বেধেছিলে তরু শাখে লতার যে ডোর হের আজো খোলেনি
একদা যে নীলনভে উঠেছিল চাঁদ
ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাধ
আজি অশ্রু বাদল সেথা ঝরে অবিরাম।।
No comments:
Post a Comment