Cm
দে জাকাত দে জাকাত তোরা দেরে জাকাত
তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত।।
তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত।।
দেখ পাক কোরআন শোন নবীজীর ফরমান
ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান
তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত।।
ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান
তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত।।
তোর দরদালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম
আছে দৌলতে তোর তাদেরও ভাগ বলেছেন রহিম
বলেছেন রহমানুর রাহিম, বলেছেন রসুলে কারিম
সঞ্চয় তোর সফল হবে, পবিরে নাজাত।।
আছে দৌলতে তোর তাদেরও ভাগ বলেছেন রহিম
বলেছেন রহমানুর রাহিম, বলেছেন রসুলে কারিম
সঞ্চয় তোর সফল হবে, পবিরে নাজাত।।
এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে
হয়তো চেরাগ জ্বলবে নাতোর গোরে শবেরাতে
এই জাকাতের বদলাতে পাবি বেহেশতী সওগাত।।
হয়তো চেরাগ জ্বলবে নাতোর গোরে শবেরাতে
এই জাকাতের বদলাতে পাবি বেহেশতী সওগাত।।
https://youtu.be/-WNv8zBUj1U
No comments:
Post a Comment