Thursday, October 19, 2017

জাগো সাকি হাম দরদী

জাগো সাকি হাম দরদী জাম বাটিতে দাও শারাব
চুলোয় যাক এই দুঃখ ব্যাথা ধুলোয় ঢাকুক সব অভাব।।
 
ভর পেয়ালা দাস্তে দে দোস্ত মাস্ত হয়ে বুদ সেই নেশায়
দি ফেলে এই শির হতে  ওই সুনীল আকাশ গাঠরিটায়।।
 
ভয় কি সখি করবে নিন্দা শাস্ত্র শকুন বন্ধুরা
বদনামে মোর পরোয়া থোড়াই চালাও পানসী দাও সুরা।
 
সব অজানা জানার মাঝে দিল দরদী ফিরনু ভাই
দুনিয়া ঘুরে দেখনু ঢুড়ে দিল দরদী বন্ধু নাই।।
 
 গুলবাগে আর দেবদারুকে দেখতে কারুর রয় না সাধ,
দেখলে প্রিয়ার সরল ছাঁদ আর চাঁদনি-সফেদ বদন-চাঁদ!
 
দিবানিশি পাস যে ব্যথা, ওরে হাফিজ, দু-দিন থাম!
আসবে প্রিয়া দিল্-জানিয়া, পূর্ণ হবে মনস্কাম!

No comments:

Post a Comment