Thursday, October 19, 2017

অরুন রাঙ্গা গোলাপ-কলি


অরুন রাঙ্গা গোলাপ-কলি
কে নিবি সহেলী আয়
গালে যার গোলাপি আভা
এ ফুল কলি তারে চায়।।

ডালির ফুল যে শুকায়ে যায়
কোথায় লায়লী শিরি কোথায়
কোথায় প্রেমিক বিরহী মজনু
এ ফুল দেব কাহার পায়।।

পূর্ন চাদের এমন তিথি
ফুল বিলাসী কই অতিথি
বুলবুলি বিনে এ গুলযে
অভিমানে মুরছায়।।

No comments:

Post a Comment