Wednesday, January 2, 2019

শোন শোন ইয়া ইলাহি


শোন শোন ইয়া ইলাহি
আমার মুনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস রাত।

যেন কানে শুনি সদা
তোমারি কালাম হে খোদা,
চোখে যেন দেখি শুধু
কুরআনের আয়াত।


দুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস যামী,
তোমার মসজিদেরই ঝাড়ু বর্দার
হোক আমার হাত।

সুখে তুমি দুখে তুমি,
চোখে তুমি বুকে তুমি,
এই পিয়াসী প্রানের, খোদা
তুমি আব হায়াত।

No comments:

Post a Comment