Saturday, May 25, 2024

বেল ফুল এনে দাও চাই না বকুল

Cm

বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল।।
 
গোলাপ বড় গরবী এনে দাও করবী
চাইতে যূথী আন টগর, কি ভুল।।
 
কি হবে কেয়া, দেয়া নাই গগনে;
আনো সন্ধ্যামালতী গোধূলি-লগনে।
 
গিরি-মল্লিকা কই’ চামেলি পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল।।

Wednesday, May 1, 2024

তোমারেই আমি চাহিয়াছি প্রিয়

F#
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার।
জনমে জনমে  তাই চলে মোর অনন্ত অভিসার।।
 
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুল্‌বুল্‌,
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার।।
 
তব সংগীতে আমি ছিনু সুর নৃত্যে নূপুর–ছন্দ,
আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল–গন্ধ।
 
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমায় তারায় তারায়,
আজিও এসেছি তেমনি আশায় ল’য়ে প্রীতি–সম্ভার।।

তাল: দাদরা

Thursday, February 15, 2024

হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম।

হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম।
বাকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম॥
তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে!
অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে॥

সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে
পীতধড়া প’রো কালো অঙ্গে (হরি হে)
নীল কপোত সম চরণ দুটি
নেচে যাক অপরূপ ভঙ্গে (হরি হে)

যেন নূপুর বাজে
হরি সেই পায়ে যেন নূপুর বাজে।
বনে নয় শ্যাম মনোমাঝে যেন নূপুর বাজে।
ঐ চরণে জড়ায়ে পরান আমার
(যেন) মঞ্জির হয়ে বাজে॥