Monday, September 26, 2022

পথ চলিতে যদি চকিতে

 পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরান-প্রিয়!
চাহিতে যেমন আগের দিনে তেমনি মদির চোখে চাহিও।।

যদি গো সেদিন চোখে আসে জল,
লুকাতে সে জল করিও না ছল,
যে প্রিয়-নামে ডাকিতে মোরে সে-নাম ধরে বারেক ডাকিও।।

তোমার বধুঁ (হায়) পাশে যদি রয়,
মোরও প্রিয় সে, করিও না ভয়,
কহিব তা’রে, ‘আমার প্রিয়ারে আমারো অধিক ভালোবাসিও।


বিরহ-বিধুর মোরে হেরিয়া,
ব্যথা যদি পাও আমি যাব সরিয়া,
রব না হ’য়ে পথের কাঁটা, মাগিব এ বর, মোরে ভুলিও।।


পথ চলিতে যদি চকিতে
রাগ : বারোয়াঁ-মিশ্র, তাল : কাহার্‌বা
আদি রেকর্ডিং : ১৯৩৩
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : জ্ঞান দত্ত

Saturday, July 2, 2022

বঁধু তোমার আমার এই যে বিরহ

 বঁধু তোমার আমার এই যে বিরহ
এক জনমের নহে ।
তাই যত আছে পাই তত এ হিয়ায়
কি যেন অভাব রহে ।।

বারে বারে মোরা কত সে ভুবনে আসি
দেখিয়া নিমেষে দুইজনে ভালবাসি,
দলিয়া সহসা মিলনের সেই মালা
কেন চলিয়া গিয়াছি দোহে ।।
 
আমরা বুঝি গো বাঁধিব না ঘর , অভিশাপ বিধাতার ,
শুধু চেয়ে থাকি কেঁদে কেঁদে ডাকি চাঁদ আর পারাবার ।
 
(যেন) মোদের জীবন মঞ্জরী দুটি হায়
শতবার ফোটে শতবার ঝরে যায় ,
(বঁধু) আমি কাঁদি ব্রজে তুমি কাঁদ মধুরায় ,
মাঝে অপার যমুনা বহে ।।

Saturday, June 11, 2022

শাওন রাতে যদি

F
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে,নয়নে বারি ঝরে।।
 
ভুলিও স্মৃতি মম নিশীথ-স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ’পরে।।

ঝুরিবে পূবালী বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে।
 
বিরহী কুহু-কেকা গাহিবে নীপ-শাখে
যমুনা-নদীপারে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দীপ-শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু'হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।

Saturday, May 28, 2022

মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে (রে)

 মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে (রে)
সেই দেশে মেঘ জল ঢালিও তাহার আকুল কেশে।।
 
তাহার কালো চোখের কাজল
শাওন মেঘের চেয়ে শ্যামল
চাউনিতে তার বিজলি ছড়ায় চমক বেড়ায় ভেসে (রে)।।
 
সে ব’সে থাকে পা ডুবিয়ে ঘুমতী নদীর জলে
কভু দাঁড়িয়ে থাকে ছবির মত একলা তরু-তলে (রে)।
 
কদম ফুলের মালা গেঁথে
ছড়িয়ে সে দেয় ধানের ক্ষেতে
তারে দেখতে পেলে আমার কথা (তারে) কইও ভালোবেসে।।

মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে তাল : কাহারবা আদি রেকর্ডিং : ১৯৪৪ কথা : কাজী নজরুল ইসলাম সুর : চিত্ত রায় শিল্পী : মৃণালকান্তি ঘোষ

Wednesday, May 25, 2022

কারার ঐ লৌহকপাট

 কারার ঐ লৌহকপাট

ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।

ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ,
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।।

গাজনের বাজনা বাজা
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।।

ওরে ও পাগলা ভোলা
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হ্যাচকা টানে,
মার হাঁক হায়দারী হাঁক,
কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে।

নাচে ওই কালবোশাখী
কাটাবী কাল বসে কি?
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি,
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়
আগুন-জ্বালা, আগুন জ্বালা,
ফেল উপাড়ি।

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।

এই দেশেরই মাটি জলে এই দেশেরই ফুলে ফলে তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা পিয়ে এরি দুধের বাটি।। এই মায়েরই প্রসাদ পেতে মন্দিরে এর এঁটো খেতে তীর্থ ক’রে ধন্য হতে আসে কত জাতি। ও ভাই এই দেশেরই ধূলায় পড়ি’ মানিক যায় রে গড়াগড়ি ও ভাই বিশ্বে সবার ঘুম ভাঙালো এই দেশেরই জিয়ন-কাঠি।। এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হ’লো নিখিল ভুবন দিব্য পরিপাটি। ও ভাই সন্ন্যাসিনী সকল দেশে জ্বাল্‌লো আলো ভালোবেসে মা আঁধার রাতে এক্‌লা জাগে আগ্‌লে রে এই শ্মশান-ঘাঁটি।। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি ধারা : বাউল, তাল : লোফা আদি রেকর্ডিং : ১৯৩৩ কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : গোপাল চন্দ্র সেন

Monday, May 23, 2022

কে এলে গো, কে এলে গো চপল পায়ে

নতুন পাতার নূপুর বাজে দখিনা বায়ে
কে এলে গো, কে এলে গো চপল পায়ে।।
 
ছায়া-ঢাকা আমের ডালে চপল আঁখি
উঠ্ল ডাকি’ বনের পাখি - উঠ্ল ডাকি’।
নতুন চাঁদের জোছনা মাখি
সোনাল-শাখায় দোল দুলায়ে।।
 
সুনীল তোমার ডাগর চোখের দৃষ্টি পিয়ে
সাগর দোলে, আকাশ ওঠে ঝিল্‌মিলিয়ে।
পিয়াল বনে উঠল বাজি তোমার বেণু
ছড়ায় পথে কৃষ্ণচূড়া পরাগ-রেণু।
ময়ূর-পাখা বুলিয়ে চোখে কে দিলে গো ঘুম ভাঙায়ে।।
 

নতুন পাতার নূপুর বাজে
তাল : দাদ্‌রা
আদি রেকর্ডিং : ১৯৪১
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : নীলিমা বন্দ্যোপাধ্যায় (রাণী)


Wednesday, May 18, 2022

আজো মধুর বাঁশরী বাজে

 আজো মধুর বাঁশরী বাজে
গোধূলি লগনে বুকের মাঝে।।

আজো মনে হয় সহসা কখন
জলে ভরা দু'টি ডাগর নয়ন
ক্ষণিকের ভুলে সেই চাঁপা ফুলে
ফেলে ছুটে যাওয়া লাজে।।

হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে তাই স্মৃতিরও তীরে।

তবু মাঝে মাঝে আশা জাগে কেন?
আমি ভুলিয়াছি, ভোলেনি সে যেন
গোমতীর তীরে পাতার কুটিরে
সে আজও পথওচাহে সাঁঝে।।
x

Monday, May 2, 2022

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

 মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।।

তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ।।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।

ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ। 

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ।।

তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।।

Monday, March 14, 2022

নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার

নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার।
তোমায় আমি করব সৃজন- এ মোর অহংকার।।
 
র'চব সুরধুনী-তীরে
আমার সুরের উর্বশীরে,
নিখিল কন্ঠে দুলবে তুমি গানের কন্ঠহার-
কবির প্রিয়া অশ্রুমতী গভীর বেদনার!