Saturday, November 20, 2021

এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল

এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল
সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল্।।
 
এই একমাস রোজা রেখে
পরহেজ থাক গুনাহ্ থেকে
কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল্।।
বন্দী রহে এই মাসে শয়তান মালাউন (তার)
এই মাসে যা করবি সওয়াব দর্জা হাজার গুণ।
 
ভোগ বিলাসে মাখ্লি যে পাঁক
রমজানে তা হবে রে সাফ
এফতারে তোর কর রে সামান আল্লা রসুল বোল্।।
 
এলো রমজানেরি চাঁদ
তাল : কাহার্‌বা
আদি রেকর্ডিং : ১৯৩৬
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : রাবেয়া খাতুন (ঊষারাণী দেবী)


Tuesday, October 26, 2021

তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল

তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল।
প্রিয় হে প্রিয় আমারে দিও সে প্রেমের মুকুল।।

দীর্ঘ বরষ মাস তাহারি আশে
জাগিয়া রব তব দুয়ার-পাশে,
বহিবে কবে ফুল-ফুটানো
দখিনা বাতাস অনুকূল।।

আর কারে দাও যদি আমার সে ধ্যানের কুসুম
ক্ষতি নাই ওগো প্রিয় ভাঙুক এ অকরুণ ঘুম।

গুঞ্জরি’ গুঞ্জরি’ ভ্রমর সম
কাঁদিব তোমারে ঘিরি’ প্রিয়তম
হুতাস বাতাস সম কুসুম ফুটায়ে
চলে যাব দূরে বেভুল।।

Thursday, August 12, 2021

যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে

যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
ভাঙবে সভা বসবো একা রেবা নদীর তীরে।। 

গীত শেষে গগন তলে, শ্রান্ত-তনু পড়বে ঢলে
ভালো যখন লাগবে না আর সুরের সারঙ্গীরে।। 

মোর কণ্ঠের জয়ের মালা তোমার গলায় নিও
ক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয় হে মোর প্রিয়। 

ঘুমাই যদি কাছে থেকো, হাতখানি মোর হাতে রেখো
জেগে যখন খুঁজবো তোমায় আকুল অশ্রু-নীরে।।
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে।।

রাগ : সাহানা, তাল : কাহার্‌বা
আদি রেকর্ডিং : ১৯৪১ কথা ও সুর : কাজী নজরুল ইসলাম শিল্পী : বিনয় কুমার অধিকারী

Saturday, July 31, 2021

এখনো ওঠেনি চাঁদ

 

এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয় নি যে মোর সারা –
হে পথিক যাও ফিরে॥


এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন-মন্দিরে –
হে পথিক যাও ফিরে॥


পল্লব-গুণ্ঠনে নিশি-গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি’।
এখনো ওঠেনি ঢেউ থির সরসীর নীরে –
হে পথিক যাও ফিরে॥


যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি’
র’ব একা পথ চেয়ে বাতায়ন-পাশে জাগি’
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে –
হে পথিক যাও ফিরে॥

Tuesday, May 11, 2021

আল্লাতে যার পূর্ণ ঈমান

G
আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান
কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান।।

(যাঁর)মুখে শুনি তৌহিদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম।
যাঁর দীন দীন রবে কাঁপিত দুনিয়া জীন পরি ইনসান্‌।।
 
স্ত্রী পুত্রে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক।
হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিখ্‌।
 
কোথা সে শিক্ষা আল্লাহ্‌ ছাড়া,
ত্রিভুবনে ভয় করিত না যাঁরা।
আজাদ করিতে এসেছিল যাঁরা সাথে লয়ে কোর্‌আন্‌।।