Wednesday, November 25, 2020

নাই চিনিলে আমায় তুমি

 নাই চিনিলে আমায় তুমি রইবো আঁধেক চেনা
চাঁদ কি জানে কোথায় ফোটে? চাঁদনী রাতে হেনা।
 
আধো আঁধার আধো আলোতে
একটু চোখের আলাপ পথে
জানিতাম তাও ভুলবে তুমি
আমার আখি ভুলবে না।।
 
আমার ইষৎ পরিচয়ের সেই সঞ্চয় লয়ে
হয়না সাহস তোমায় যাব মনের কথা কয়ে।
 
একটু জানার মধু পিয়ে
বেড়াই কেন গুনগুনিয়ে
তুমি জানো আমি জানি
আর কেহ জানেনা।।
x

Monday, October 12, 2020

আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে (রে)

আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে (রে)
আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই
যে গিয়েছে আমায় ফেলে’।।

তোদের মত ঘর ছিল ভাই আমার এম্‌নি গাঙের কূলে,
আর সেই ঘরেতে রূপের জোয়ার উঠতো দু'লে দু'লে।
সেই সোনার পরী উড়ে গেছে রে (ও ভাই) সোনার পাখা মেলে'।।

পায়ে চ’লে খুঁজি তা'রে, আমি গাঁয়ে গাঁয়ে খুঁজি,
নাইতে চলে বৌ-ঝি, আমি ভাবি সে-ই বুঝি।
চাঁদের দেশের মেয়ে সে ভাই, গেছে বাপের বাড়ি,
আর মাটিতে মোর পা বাঁধা ভাই, (আমি) উড়ে যেতে নারি।
হারালে সব যায় পাওয়া ভাই (ও ভাই) মানুষ নাহি মেলে।।

আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে
ধারা : ভাটিয়ালী, তাল : কাহার্‌বা
আদি রেকর্ডিং : ১৯৩৪
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : নিমাইচরণ চক্রবর্তী

রেকর্ড সংগ্রাহক : শ্রী সোমক চন্দ
রেকর্ড # মেগাফোন জেএনজি ৯৭



https://www.youtube.com/watch?v=Xh_awR5rros&list=PLA7QJ9lLPaO2cMrlfgRtN8JYTxGjCGd4_


Saturday, September 5, 2020

মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল -

মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল

যেন ফিরদৌসের একমুঠো প্রেম

বৃন্দাবনের একমুঠো প্রেম

আজো করে ঝলমল।। 

 

কত সম্রাট ধূলি স্মৃতির গোরস্তানে

পৃথিবী ভুলিতে নারে প্রেমিক শাহ্জাহানে

শ্বেত মর্মরে সেই বিরহীর ক্রন্দন-মর্মর গুঞ্জরে অবিরল।। 

 

কেমনে জানিল শাজাহান - প্রেম পৃথিবীতে রে যায়

তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়

 

যেন তাজের পাষাণ অঞ্জলি য়ে নিঠুর বিধাতা পানে

অতৃপ্ত প্রেম বিরহী আত্মা আজো অভিযোগ হানে

বুঝি সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায় শীর্ণা যমুনা জল।। 

 

মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল 

রাগ : মুলতানী মিশ্র, তাল : দাদরা 

আদি রেকর্ডিং : ১৯৪১ 

কথা সুর : কাজী নজরুল ইসলাম শিল্পী : ইলা ঘোষ

 


Wednesday, August 12, 2020

বিদায়–সন্ধ্যা আসিল ওই

বিদায়সন্ধ্যা আসিল ওই ঘনায় নয়নে অন্ধকার
হে প্রিয় আমার যাত্রাপথ
অশ্রুপিছল রোনা আর।।
 
এসেছিনু ভেসে স্রোতের ফুল
তুমি কেন প্রিয় করিলে ভুল
তুলিয়া খোঁপায় পরিয়া তায়
ফেলে দিলে হায় স্রোতে আবার।।
 
হেথা কেহ কারো বোঝে না মন
যারে চাই হেলা হানে সে জন
যারে পাই সে না হয় আপন
হেথা নাই হৃদি ভালোবাসার।
 
তুমি বুঝিবেনা কি অভিমান
মিলনের মালা করিল ম্লান
উড়ে যাই মোর দূর বিমান
সেথা গা গান আশে তোমার।

Sunday, August 9, 2020

আমার দেওয়া ব্যাথা ভোলো

আমার দেওয়া ব্যাথা ভোলো
আজ যে যাবার সময় হলো।।

নিববে যখন আমার বাতি 
আসবে তোমার নতুন সাথী
আমার কথা তারে বলো।।

ব্যাথা দেওয়ার কি যে ব্যাথা
আমি জানি,জানে বিধাতা
জানিলে না কি অভিমান
করেছে হায় আমায় পাষান
দাও যেতে দাও দুয়ার খোলো।।

Wednesday, January 1, 2020

রোজ হাশরে আল্লা আমার


রোজ হাশরে আল্লা আমার
'রো না বিচার (আল্লা)
বিচার চাহি না তোমার
দয়া চাহে গুনাহ্গার।।

আমি জেনে শুনে জীবন 'রে
দোষ করেছি ঘরে পরে
আশা নাই যে যাব 'রে বিচারে তোমার।।

বিচার যদি করবে কেন রহমান নাম নিলে।
নামের গুণেই 'রে যাব, কেন জ্ঞান দিলে।

দীন ভিখারি 'লে আমি
ভিক্ষা যখন চাইব স্বামী
শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে নাকো আর।।

ভরিয়া পরান শুনিতেছি গান

ভরিয়া পরান শুনিতেছি গান
আসিবে আজি বন্ধু মোর!
স্বপন মাখিয়া সোনার পাখায়
আকাশে উধাও চিত-চকোর।।

হিজল-বিছানো বন-পথ দিয়া
রাঙায়ে চরণ আসিবে গো পিয়া।
নদীর পারে বন-কিনারে
ইঙ্গিত হানে শ্যাম কিশোর।।

চন্দ্রচূড় মেঘের গায়
মরাল-মিথুন উড়িয়া যায়,
নেশা ধরে চোখে আলো-ছায়ায়
বহিছে পবন গন্ধ-চোর।।