Wednesday, November 25, 2020
Monday, October 12, 2020
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে (রে)
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে (রে) আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই যে গিয়েছে আমায় ফেলে’।।
তোদের মত ঘর ছিল ভাই আমার এম্নি গাঙের কূলে, আর সেই ঘরেতে রূপের জোয়ার উঠতো দু'লে দু'লে। সেই সোনার পরী উড়ে গেছে রে (ও ভাই) সোনার পাখা মেলে'।।
পায়ে চ’লে খুঁজি তা'রে, আমি গাঁয়ে গাঁয়ে খুঁজি, নাইতে চলে বৌ-ঝি, আমি ভাবি সে-ই বুঝি। চাঁদের দেশের মেয়ে সে ভাই, গেছে বাপের বাড়ি, আর মাটিতে মোর পা বাঁধা ভাই, (আমি) উড়ে যেতে নারি। হারালে সব যায় পাওয়া ভাই (ও ভাই) মানুষ নাহি মেলে।।
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলেধারা : ভাটিয়ালী, তাল : কাহার্বাআদি রেকর্ডিং : ১৯৩৪কথা ও সুর : কাজী নজরুল ইসলামশিল্পী : নিমাইচরণ চক্রবর্তী
রেকর্ড সংগ্রাহক : শ্রী সোমক চন্দরেকর্ড # মেগাফোন জেএনজি ৯৭
https://www.youtube.com/watch?v=Xh_awR5rros&list=PLA7QJ9lLPaO2cMrlfgRtN8JYTxGjCGd4_
Saturday, September 5, 2020
মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল -
মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল -
যেন ফিরদৌসের একমুঠো প্রেম,
বৃন্দাবনের একমুঠো প্রেম,
আজো করে ঝলমল।।
কত সম্রাট হ’ল ধূলি স্মৃতির গোরস্তানে -
পৃথিবী ভুলিতে নারে প্রেমিক শাহ্জাহানে,
শ্বেত মর্মরে সেই বিরহীর ক্রন্দন-মর্মর গুঞ্জরে অবিরল।।
কেমনে জানিল শাজাহান - প্রেম পৃথিবীতে ম’রে যায়,
তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়!
যেন তাজের পাষাণ অঞ্জলি ল’য়ে নিঠুর বিধাতা পানে
অতৃপ্ত প্রেম বিরহী আত্মা আজো অভিযোগ হানে!
বুঝি সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায় শীর্ণা যমুনা জল।।
মমতাজ ! মমতাজ ! তোমার তাজমহল
রাগ : মুলতানী মিশ্র, তাল : দাদরা
আদি রেকর্ডিং : ১৯৪১
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম শিল্পী : ইলা ঘোষ
Wednesday, August 12, 2020
বিদায়–সন্ধ্যা আসিল ওই
বিদায়–সন্ধ্যা আসিল ওই ঘনায় নয়নে অন্ধকার।হে প্রিয় আমার যাত্রা–পথঅশ্রু–পিছল ক’রোনা আর।। এসেছিনু ভেসে স্রোতের ফুলতুমি কেন প্রিয় করিলে ভুলতুলিয়া খোঁপায় পরিয়া তা’য়ফেলে দিলে হায় স্রোতে আবার।। হেথা কেহ কারো বোঝে না মনযারে চাই হেলা হানে সে জনযারে পাই সে না হয় আপনহেথা নাই হৃদি ভালোবাসার। তুমি বুঝিবেনা কি অভিমানমিলনের মালা করিল ম্লানউড়ে যাই মোর দূর বিমানসেথা গা’ব গান আশে তোমার।।
Sunday, August 9, 2020
আমার দেওয়া ব্যাথা ভোলো
আমার দেওয়া ব্যাথা ভোলো
আজ যে যাবার সময় হলো।।
নিববে যখন আমার বাতি
আসবে তোমার নতুন সাথী
আমার কথা তারে বলো।।
ব্যাথা দেওয়ার কি যে ব্যাথা
আমি জানি,জানে বিধাতা
জানিলে না কি অভিমান
করেছে হায় আমায় পাষান
দাও যেতে দাও দুয়ার খোলো।।