Monday, September 16, 2019

এসো শারদ প্রাতের পথিক


এসো শারদ প্রাতের পথিক
এসো শিউলি-বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে
এসো অরুণ-কিরণ-রথে॥

দলি শাপলা শালুক শতদল
এসো রাঙায়ে তোমার পদতল,
নীল লাবণি ঝরায়ে ঢলঢল
এসো অরণ্য-পর্বতে॥

এসো ভাদরের ভরা নদীতে ভাসায়ে
কেতকী পাতার তরণী
এসো বলাকার রং পালক কুড়ায়ে
বাহি ছায়াপথ-সরণি।

শ্যাম শস্যে কুসুমে হাসিয়া
এসো হিমেল হাওয়ায় ভাসিয়া,
এসো ধরণীরে ভালোবাসিয়া
দূর  নন্দন-তীর হতে॥

চৈতি চাঁদের আলো

চৈতি চাঁদের আলো
আজ ভালো নাহি লাগে
তুমি নাই মোর কাছে, সে কথা শুধু জাগে।।

এই ধরনীর বুকে
কত গান কত হাসি
প্রদীপ নিভায়ে ঘরে, আমি আঁখি-নীরে ভাসি
পরানে বিরহী বাঁশী ঝুরিছে করুন রাগে।।

এ কি এ বেদনা আজি আমার ভূবন ঘিরে
ওগো অশান্ত মম ফিরে এসো, এসো ফিরে।

বুলবুলি এলে বনে বলে যাহা বনলতা
সাধ যায় কানে কানে আজি বলিবো সে কথা
ভুল বুঝিওনা মোরে বলিতে পারিনি আগে।।

গোঠের রাখাল বলে দে রে

গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন
যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষন।।

যথা -  দিনে-রাতে মিলন-রাসে 
চাঁদ হাসে রে চাঁদের পাশে।।
যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন।।

যথা - কৃষ্ণ নামের ঢেউ ওঠেরে সুনীল যমুনায়
যা’র তমাল বনে আজো কানুর নুপুর শোনা যায় (গো)।

আজো যাহার কদম ডালে
বেনু বাজে সাঁঝ সকালে
নিত্য লিলা করে যথা মদন মোহন।।