Monday, May 28, 2018

দেখ আজ আরশে আসেন মোদের নবী কমলিওয়ালা

আসিছেন হাবিব- খোদা আরশ্ পাকে তাই উঠেছে শোর
চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর
কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে
তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠলো গেয়ে।

দেখ আজ আরশে আসেন মোদের নবী কমলিওয়ালা
হের সেই খুশীতে চাঁদ-সুরুজ আজ দ্বিগুন আলা।

ফকির দরবেশ আউলিয়া যারে,
ধ্যানে জ্ঞানে ধরতে নারে
যাঁর মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তালা ।।

বারেক মুখে নিলে যাঁহার নাম,
চিরতরে হয় দোজখ হারাম
পাপীর তরে দস্তে যাঁহার কওসরের পিয়ালা।।

মিম হরফ না থাকলে সে আহাদ,
নামে মাখা তার শিরিন শাহাদ্
নিখিল প্রেমাস্পদ্ আমার মোহাম্মদ ত্রিভুবন উজালা।।

Monday, May 7, 2018

ভোর হল ওঠ জাগ মুসাফির,

C
ভোর হল, ওঠ জাগ মুসাফির, আল্লা - রাসুল বোল
গাফলিয়াতি ভোল রে অলস, আয়েশ আরাম ভোল।।

এই দুনিয়ার সরাইখানায়
জনম গেল ঘুমিয়ে হায়!
ওঠ রে সুখ-শয্যা ছেড়ে, মায়ার বাঁধন খোল।।

দিন ফুরিয়ে এল যে রে দিনে দিনে তোর
দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর।।

যে দিন আজো আছে বাকী
খোদারে তুই দিসনে ফাঁকি
আখেরে পার হবি যদি পুলসিরাতের পোল।।

Sunday, May 6, 2018

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।

তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ’ল গত
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে।।

বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদে কেন
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ’ল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে।।



আদি রেকর্ডিং : ১৯৪৪
কথা : কাজী নজরুল ইসলাম
সুর : গিরীন চক্রবর্তী
শিল্পী : সত্য চৌধুরী