Monday, March 19, 2018

আমি ময়না মোতির শাড়ি দিব


আমি ময়না মোতির শাড়ি দিব চল আমার বাড়ি

ওগো ভিন গেরামের নারী

তোরে সোনাল ফুলের বাজু দেব চুড়ি বেলোয়ারী

ওগো ভিন গেরামের নারী।





বৈচি ফুলের পৈচি দেব, কলমী লতার বালা

গলায় দেব টাটকা তোলা ভাট ফুলেরই মালা

রক্ত শালুক দিব পায়ে পড়বে আলতা তারি।।



হলুদ চাপার বরন কন্য এসো আমার নায়

সরষে ফুলের সোনার রেনু ,মাখাবো ওই গায়।।





ঠোটে দিব রাঙ্গা পলাশ মহুয়া ফুলের মৌ

বকুল ডালে ডাকবে পাখি বৌগো কথা কও
আমি সব দিব গো, যা পারি আর যা দিতে না পারি।