Sunday, October 28, 2018

কে দুরন্ত বাজাও

কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি।
আকাশ কাঁপে সে সুর শুনে সর্বনাশী॥

বন ঢেলে দেয় উজাড় করে
ফুলের ডালা চরণ পরে,
নীল গগনে ছুটে আসে মেঘের রাশি॥

বিপুল ঢেউয়ের নাগরদোলায় সাগর দুলে,
বান ডেকে যায় শীর্ণা নদীর কূলে কূলে।

তোমার প্রলয়-মহোৎসবে
বন্ধু ওগো, ডাকবে কবে?
ভাঙবে আমার ঘরের বাঁধন
কাঁদন হাসি॥

Sunday, September 30, 2018

চাঁদ হেরিছে চাঁদমুখ তার

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে।
ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে।।
 
হেরিছে রজনী - রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া,
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া
কুমুদীরে কাঁদাইতে।।
 
না জানি সজনী কত সে রজনী
কেঁদেছে চকোরী পাপিয়া,
হেরেছে শশীরে সরসী-মুকুরে
ভীরু ছায়া-তরু কাঁপিয়া।
 
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির-বিরহিণী রোহিণী ভরণী
অবশ আকাশ বিবশা ধরণী
কাঁদানিয়া চাঁদিনীতে।।
 
রাগ: বাগেশ্রী,
তাল: কাহার্‌বা
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
 
* ড. ব্রহ্মমোহন ঠাকুর - নজরুল সঙ্গীত নির্দেশিকা অনুযায়ী,

 এই প্রচলিত সুরটির প্রকৃত সুরকার হলেন কাজী অনিরুদ্ধ

Tuesday, September 4, 2018

দোলনচাঁপা বনে দোলে

দোলনচাঁপা বনে দোলে দোলপূর্ণিমা রাতে চাঁদের সাথে,
শ্যামপল্লব কোলে, যেন দোলে রাঁধার লতার দোলনাতে।।

যেন দেবকুমারীর শুভ্র হাসি, ফুল হয়ে দোলে ধরায় আসি
আরতির মৃদুজ্যোতি প্রদীপ কলি দোলে, যেন দেউল আঙিনাতে।।

বন-দেবীর ওকি রুপালি ঝুমকা চৈতি সমীরণে দোলে
রাতের সলাজ আঁখিতারা যেন তিমির আঁচলে দোলে, দোলে।

ও যেন মুঠিভরা চন্দন গন্ধ, দোলেরে গোপিনীর গোপন আনন্দ
ও কি রে চুরি করা শ্যামের নুপুর,
তন্দ্রা যামিনীর মোহন হাতে।।

নয়ন ভরা জল গো তোমার

নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।।
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে গো নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল।।
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরও ভালো লাগে।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যায় গো চলে চঞ্চল বুলবুল।।

বিদায় বেলায় করুন সুরে


বিদায় বেলায় করুন সুরে গাইছো কেন গান
সুরের সাথে হল আকুল পাষান পরান।।

আজকে ব্যাথায় উঠলো ভরে
মালার কুসুম পড়লো ঝ’রে
পরান আমার কেমন করে
নেবে তব দান।।

বৃথায় ফুলে সাজাও মোরে
ভাসায় যত নয়ন লোরে
প্রানের ঠাকুর ডাকেন মোরে
কাদে মম প্রান।।

Thursday, August 9, 2018

এসো শারদ প্রাতের পথিক

এসো শারদ প্রাতের পথিক
এসো শিউলি বিছানো পথে
এসো ধুইয়া চরণ শিশিরে
এসো অরুণ-কিরণ-রথে।।


দলি, শাপলা শালুক শতদল
এসো রাঙায়ে তোমার পদতল
নীল লাবনি ঝরায়ে চলচল
এসো অরণ্য পর্বতে।।

এসো ভাদরের ভরা নদীতে
ভাসায়ে কেতকী পাতার তরণী
এসো বলাকার রঙ পালক কুড়ায়ে
রাহিছায়াপথ-সরণি

শ্যাম সশ্যে কুসুমে হাসিয়া
এসো হিমেল হাওয়ায় ভাসিয়া
এসো ধরনীরে ভালোবাসিয়া
দুর নন্দন-তীর হতে।।

Wednesday, July 4, 2018

মোর ঘুম ঘোরে এলে মনোহর

মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমঃ নমঃ নমঃ
শ্রাবন মেঘে নাচে নটবর
রমঝম রমঝম রমঝম।
মোর ঘুম

শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নীপসম, নিরুপম, মনোরম।
মোর ঘুম
 
মোর ফুল বনে ছিল যত ফুল,
ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর,
হায় নিলে না সে ফুল,
ছি ছি বেভুল,
নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছো চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম

Monday, May 28, 2018

দেখ আজ আরশে আসেন মোদের নবী কমলিওয়ালা

আসিছেন হাবিব- খোদা আরশ্ পাকে তাই উঠেছে শোর
চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর
কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে
তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠলো গেয়ে।

দেখ আজ আরশে আসেন মোদের নবী কমলিওয়ালা
হের সেই খুশীতে চাঁদ-সুরুজ আজ দ্বিগুন আলা।

ফকির দরবেশ আউলিয়া যারে,
ধ্যানে জ্ঞানে ধরতে নারে
যাঁর মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তালা ।।

বারেক মুখে নিলে যাঁহার নাম,
চিরতরে হয় দোজখ হারাম
পাপীর তরে দস্তে যাঁহার কওসরের পিয়ালা।।

মিম হরফ না থাকলে সে আহাদ,
নামে মাখা তার শিরিন শাহাদ্
নিখিল প্রেমাস্পদ্ আমার মোহাম্মদ ত্রিভুবন উজালা।।

Monday, May 7, 2018

ভোর হল ওঠ জাগ মুসাফির,

C
ভোর হল, ওঠ জাগ মুসাফির, আল্লা - রাসুল বোল
গাফলিয়াতি ভোল রে অলস, আয়েশ আরাম ভোল।।

এই দুনিয়ার সরাইখানায়
জনম গেল ঘুমিয়ে হায়!
ওঠ রে সুখ-শয্যা ছেড়ে, মায়ার বাঁধন খোল।।

দিন ফুরিয়ে এল যে রে দিনে দিনে তোর
দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর।।

যে দিন আজো আছে বাকী
খোদারে তুই দিসনে ফাঁকি
আখেরে পার হবি যদি পুলসিরাতের পোল।।

Sunday, May 6, 2018

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম

মোরা আর জনমে হংস-মিথুন ছিলাম
ছিলাম নদীর চরে
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।।

তমাল তরু চাঁপা-লতার মত
জড়িয়ে কত জনম হ’ল গত
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে
জাগে হিয়ার থরে থরে।।

বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন
ঝড়ের বন-লতার মত লুটিয়ে কাঁদে কেন
বনের কপোত কপোতাক্ষীর তীরে
পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে
চিরতরে হ’ল ছাড়াছাড়ি
নিঠুর ব্যাধের শরে।।



আদি রেকর্ডিং : ১৯৪৪
কথা : কাজী নজরুল ইসলাম
সুর : গিরীন চক্রবর্তী
শিল্পী : সত্য চৌধুরী

Monday, March 19, 2018

আমি ময়না মোতির শাড়ি দিব


আমি ময়না মোতির শাড়ি দিব চল আমার বাড়ি

ওগো ভিন গেরামের নারী

তোরে সোনাল ফুলের বাজু দেব চুড়ি বেলোয়ারী

ওগো ভিন গেরামের নারী।





বৈচি ফুলের পৈচি দেব, কলমী লতার বালা

গলায় দেব টাটকা তোলা ভাট ফুলেরই মালা

রক্ত শালুক দিব পায়ে পড়বে আলতা তারি।।



হলুদ চাপার বরন কন্য এসো আমার নায়

সরষে ফুলের সোনার রেনু ,মাখাবো ওই গায়।।





ঠোটে দিব রাঙ্গা পলাশ মহুয়া ফুলের মৌ

বকুল ডালে ডাকবে পাখি বৌগো কথা কও
আমি সব দিব গো, যা পারি আর যা দিতে না পারি।

Wednesday, February 21, 2018

তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম


তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম
মোর সাধ যায় হরি আমি যদি সেই কিশোরী হইতাম।।

সেই প্রেম মোরে দাও গো শ্রীহরি
যে প্রেমে নেমে আস নেমে আস রূপ ধরি
যে প্রেমে কাঁদ যমুনার তীরে তুমি
লয়ে রাধা রাধা নাম।।

সেই প্রেম দাও যে প্রেমে ভোল তুমি হে শ্রী ভগবান
রাধার দুয়ারে ভিক্ষা চাহিয়া নিতি সহ অপমান।
 মোর আখি হয়ে উঠুক কমল
দাও প্রিয় মোরে সেই আখি জল
দাও সে বিরহ দাও
যে বিরহে এই, ধরা হয় ব্রজ ধাম।।

Sunday, January 28, 2018

বক্ষে আমার কাবার ছবি

বক্ষে আমার কাবার ছবি,
চক্ষে মোহাম্মদ রাসুল।
শিরোপরি মোর খদার আরশ
গাই তারি গান পথ বেভুল।।

পাইলির প্রেমে মজনু পাগল,
আমি পাগল 'লা- ইলা',
প্রেমিক দরবেশ আমায় চিনে
-রসিকে কয় বাতুল।।

হৃদয়ে মোর খুশীর বাগান,
বুলবুলি তায় গায় সদাই-
ওরা খোদার রহম মাগে
আমি খোদার 'ইশক' চাই।।


আমার মনের মসজিদে দেয়
আজান হাজার 'মুয়াজ্জিন',
প্রানের 'লওহে' কোরান লেখা
'রুহ' পড়ে তা রাত্রিদিন।


খাতুনি জিন্নত আমার মা,
হাসান হোসেন চোখের জল,
ভয় করিনা রোজ- কিয়ামত
পুল- সিরাতের কঠিন পুল।।



আদি রেকর্ডিং- ১৯৩২
শিল্পীঃ মহম্মদ কাশেম (কে মল্লিক)