Saturday, May 25, 2024

বেল ফুল এনে দাও চাই না বকুল

Cm

বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল।।
 
গোলাপ বড় গরবী এনে দাও করবী
চাইতে যূথী আন টগর, কি ভুল।।
 
কি হবে কেয়া, দেয়া নাই গগনে;
আনো সন্ধ্যামালতী গোধূলি-লগনে।
 
গিরি-মল্লিকা কই’ চামেলি পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল।।

Wednesday, May 1, 2024

তোমারেই আমি চাহিয়াছি প্রিয়

F#
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার।
জনমে জনমে  তাই চলে মোর অনন্ত অভিসার।।
 
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুল্‌বুল্‌,
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার।।
 
তব সংগীতে আমি ছিনু সুর নৃত্যে নূপুর–ছন্দ,
আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল–গন্ধ।
 
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমায় তারায় তারায়,
আজিও এসেছি তেমনি আশায় ল’য়ে প্রীতি–সম্ভার।।

তাল: দাদরা

Thursday, February 15, 2024

হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম।

হৃদি-পদ্মে চরণ রাখো বাঁকা ঘনশ্যাম।
বাকা শিখী-পাখা নয়ন বাঁকা বঙ্কিম ঠাম॥
তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে!
অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে॥

সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে
পীতধড়া প’রো কালো অঙ্গে (হরি হে)
নীল কপোত সম চরণ দুটি
নেচে যাক অপরূপ ভঙ্গে (হরি হে)

যেন নূপুর বাজে
হরি সেই পায়ে যেন নূপুর বাজে।
বনে নয় শ্যাম মনোমাঝে যেন নূপুর বাজে।
ঐ চরণে জড়ায়ে পরান আমার
(যেন) মঞ্জির হয়ে বাজে॥


Tuesday, October 31, 2023

কার মঞ্জির রিনিঝিনি বাজে

কার মঞ্জির রিনিঝিনি বাজে - চিনি চিনি।
প্রাণের মাঝে সদা বাজে তারি রাগিণী।।


বন-শিরিষের জিরিজিরি পাতায়
ধীরি ধীরি ঝিরি ঝিরি নূপুর বাজায়,
তমাল-ছায়ায় বেড়ায় ঘুরে মায়া-হরিণী।।


আমার গানে তারি চরণের অনুরণনে
ছন্দ জাগে গন্ধে রসে রূপে বরণে।


কান পেতে রই দুয়ার পাশে
তারি আসার আভাস আসে,
ঝঙ্কার তোলে মনের বীণায় বীণ-বাদিনী।।
 
রাগঃ সিন্ধুরা
তালঃ কাহার্‌বা


তরুণ অশান্ত কে বিরহী

তরুণ অশান্ত কে বিরহী।
নিবিড় তমসায় ঘন ঘোর বরষায় —
দ্বারে হানিছ কর রহি রহি।।

ছিন্ন পাখা কাঁদে মেঘ-বলাকা
কাঁদে ঘোর অরণ্য আহত-শাখা

চোখে আশা-বিদ্যুৎ
এলে কোন মেঘদূত,
বিধূর বঁধূর মোর বারতা বহি’।।

রাগঃ চাঁদনী কেদারা
তালঃ ত্রিতাল

পাষাণের ভাঙালে ঘুম

পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁওয়ায়,
গলিয়া সুরের তুষার গীত-নির্ঝর ব’য়ে যায়॥
 
উদাসী বিবাগী মন যাচে আজ বাহুর বাঁধন,
‌ কত জনমের কাঁদন ও-পায়ে লুটাতে চায়॥
 
ওগো তোমার চরণ-ছন্দে মোর মুঞ্জরিল গানের মুকুল
তোমার বেণীর বন্ধে গো মরিতে চায় সুরের বকুল
 
চম্‌কে ওঠে মোর গগন ঐ হরিণ-চোখের চাওয়ায়॥

Sunday, August 6, 2023

হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়,

 হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়, 
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় 
সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা॥ 

তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে 
পর্বত জঙ্গম টলমল টলে, 
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝ’রে ঝ’রে যায় ॥ 

আসমানে মেঘ চলে ছায়া দিতে, 
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে, 
বিজলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়॥